• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক, শেখ হাসিনার নামে বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৫:২২
ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক, শেখ হাসিনার নামে বাড়ি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। আর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হয়েছে একটি বাড়ির।

সম্প্রতি ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন, হেবরন শহরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানিয়েছেন, ফিলিস্তিনিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। সে কারণে ফিলিস্তিনে শেখ হাসিনার নামে একটি বাড়ির নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলের হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরাইলের হামলায় নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
X
Fresh