• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে স্বেচ্ছাসেবক লীগ

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২১, ১৭:৩৯
বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে স্বেচ্ছাসেবক লীগ
ফাইল ছবি

বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে স্বেচ্ছাসেবক লীগ। হটলাইন নম্বরে (০৯৬১১৯৯৭৭৭) ফোন করলে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সার্ভিস উদ্বোধন করেন। রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজ স্বেচ্ছাসেবক লীগ সবসময় প্রাধান্য দিয়ে থাকে। স্বেচ্ছাসেবক লীগের আগে দশটি ফ্রি অ্যাম্বুলেন্স ও দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়েছে। ৪৩ জন ডাক্তার দিয়ে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে। এর পরিধি প্রয়োজনে আরও বাড়ানো হবে। আজ ফ্রি অক্সিজেন সার্ভিসের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যেভাবে দাঁড়াচ্ছে এটি অত্যন্ত মহৎ উদ্যোগ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ইউপি চেয়ারম্যান আটক
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
X
Fresh