• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাতেমার থেকেই করোনা আক্রান্ত খালেদা জিয়া!

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৮:৩৬
খালেদা জিয়া ভালো আছেন
বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহপরিচারিকা ও সার্বক্ষণিক সঙ্গী ফাতেমার কাছ থেকেই করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে ধারণা করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কেন এই ধারণা করছেন- জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘ফিরোজার কেয়ারটেকারদের করোনার নমুনা পরীক্ষা করা হলে তাদের কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। কেয়ারটেকারদের করোনা পজিটিভ এলে খালেদা জিয়ার সার্বক্ষণিক গৃহকর্মী ফাতেমারও নমুনা পরীক্ষা করা হয়। তখন তারও করোনা পজিটিভ আসে।'

ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘তখনই আমাদের সন্দেহ হয়। তারপরই খালেদা জিয়ার করোনা টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়। যেটা পজিটিভ এসেছে।’

খালেদার ফিরোজার বাসায় বিএনপির চেয়ারপারসন ছাড়া ২০ থেকে ২২ জন থাকছে। তাদের মধ্যে ৯ জনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া খুবই ভালো আছেন। তার অবস্থা খুবই স্থিতিশীল। আর এক সপ্তাহ যদি উনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে, তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh