• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার জন্য আইসিইউ বুক করা হয়েছে

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১২:৫৩
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। নেত্রী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মাঝে চিন্তার ভাজ দেখা দিয়েছে।

যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে এরই মধ্যে তার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিটে কেবিন বুক করা হয়েছে। সেখানে আইসিইউসহ সব ধরনের সুবিধা থাকছে।

চিকিৎসকেরা বলছেন, দিন দিন করোনা রোগী বাড়ছে। অল্প সময়ের মধ্যে আইসিইউ–সুবিধা পাওয়া নিয়ে গণমাধ্যমে নানা খবর আসছে। ফলে আগে থেকেই একটি আইসিইউ বেড ও কেবিন বুক করে রাখা হয়েছে।

গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা আইসিডিডিআরবিতে দেন খালেদা জিয়া। ওই দিন রাতেই রিপোর্ট দেয়া হয়। ফলফল করোনায় আক্রান্ত তিনি এমনটাই আসে।

বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক চিকিৎসক মো. আল মামুনের ভাষ্য, তার জ্বর, সর্দি, কাশি বা গলাব্যথা—এ ধরনের কোনো উপসর্গ এই মুহূর্তে নেই। তারপরও সব ব্যবস্থা নিয়ে রাখছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চুয়েট
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
যেভাবে দেশে ফিরবেন ২৩ নাবিক
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
X
Fresh