• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মামুনুলকে অব্যাহতি দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি: বাবুনগরী

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৬:২৫
মাওলানা জুনায়েদ বাবুনগরী

মামুনুল হকের বিষয়টি ব্যক্তিগত, হেফাজতের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বললেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ আহমেদ বাবুনগরী।

সাম্প্রতিক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নানা ঘটনা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলার বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে বসেছিল দলটির কেন্দ্রীয় নেতারা।

জুনায়েদ আহমেদ বাবুনগরী জানান, মামুনুল হকের ২য় বিবাহ শরীয়ত সম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

জানা গেছে, সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

রোববার (১১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলামের হেডকোয়ায়ার্টার হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসায় এ সভা শুরু হয়।

সভাশেষে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অব্যাহতির গুঞ্জন উড়িয়ে দেন বাবুনগরী।

এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুনুল হকের মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা জানালেন
মামুনুল হকের জামিন বহাল
X
Fresh