• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই

আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১৩:৪৬
CPB leader freedom fighter Morshed Ali is no more
মোর্শেদ আলী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মোর্শেদ আলী (৭৮) মারা গেছেন।

বুধবার (৭ এপ্রিল) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিপিবির ফেসবুক পেজে দলটির সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুর বিষয়টি জানানো হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য সকাল ১১টায় সিপিবি কার্যালয়ে তার মরদেহ নেওয়া হয়। এরপর নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দলীয় কার্যালয় ও শহীদ মিনারে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর মরদেহ শেওড়াপাড়ার বাসভবনে নেওয়া হবে।

এই প্রবীণ নেতা সর্বশেষ সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশব্যাপী বিক্ষোভের ডাক বাম জোটের
‘নতুন করে জনগণের পকেট কাটার উৎসব শুরু করেছে সরকার’
X
Fresh