• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর সিপিবি নেত্রীর হামলার অভিযোগ

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১০:৫৩
CPB leader accused of attacking student union president
সিপিবি নেত্রী জলি তালুকদার ও ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহর ওপর সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। চা খাওয়ার জন্য ডেকে নিয়ে তার উপর হামলা করা হয় বলে জানা গেছে। যদিও জলি তালুকদার অভিযোগ অস্বীকার করে ‘ঘটনাস্থলেই ছিলেন না’ বলে দাবি করেছেন।

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে রোববার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, ‘ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর হামলার আগে বিকেল চারটার দিকে কবি নজরুল ইসলাম কলেজ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক জুবায়ের সজলের ওপর হামলা করেন সিপিবি নেতা মনজুর মঈন। এই হামলার প্রতিবাদ জানিয়ে পার্টির কাছে আমরা বিচার চেয়েছি। আর এতে ক্ষিপ্ত হয়ে জলি তালুকদার রাত আটটার দিকে আমাদের সভাপতিকে চা খেতে ডেকে নিয়ে তিনিসহ আরও কয়েকজন অতর্কিত হামলা করেন।’

তিনি অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে মঞ্জুর মইন, সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খানের ব্যক্তিগত সহকারী হযরত আলীসহ আরও ৫-৬ জন ব্যক্তি অংশ নেন। হামলার পরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে অবস্থান নিয়ে ছাত্র ইউনিয়ন নেতারা বিক্ষোভ করেন।

তবে সিপিবি নেত্রী জলি তালুকদার হামলার বিষয়ে কিছুই জানেন না দাবি করে বলেন, ‘আমি এই ঘটনার কিছুই জানি না। ওরা (ছাত্র ইউনিয়নের নেতাকর্মী) তো আমাদের আদরের ছোটভাই। ওদের ওপর হামলার প্রশ্নই ওঠে না।’
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধারের ৪০০ টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলার অভিযোগ
রাজবাড়ীতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
বেদে পল্লিতে হামলার অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গণঅধিকার পরিষদের গণসংযোগে হামলার অভিযোগ
X
Fresh