• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১১ বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতি অমানবিক: হেফাজত

আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২১, ২৩:৫৮
১১ বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতি অমানবিক: হেফাজত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের বিরুদ্ধে দেশের ১১ জন বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতিকে ‘অমানবিক’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম।

বুধবার (৩১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ প্রতিবাদী জনতার আন্দোলনের বিরুদ্ধে একদল গণবিচ্ছিন্ন তথাকথিত বিশিষ্ট নাগরিকের বিবৃতিকে আমরা অমানবিক, উসকানিমূলক ও গণবিরোধী বলে সাব্যস্ত করছি। এই বিবৃতি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নির্লজ্জ দালালির প্রমাণ বহন করে।’

পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে একতরফাভাবে প্রতিবাদী জনতার গণপ্রতিরোধকে তথাকথিত “তাণ্ডব” আখ্যা দিয়ে ১১ জন বিশিষ্ট নাগরিক গণবিরোধী অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের কর্মসূচি চলাকালীন সময় পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞেোলায়। তার প্রেক্ষিতে গণপ্রতিরোধ গড়ে তোলা হয়। কিন্তু তথাকথিত বিশিষ্ট নাগরিকরা এটাকে “তাণ্ডব” আখ্যা দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছেন।

এই গণবিরোধী বিবৃতি আপনাদের ইসলামবিরোধী মুখোশ খুলে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এদেশ কখনোই পাকিস্তানের পথে যাবে না; কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের করদরাজ্যে পরিণত করার চক্রান্ত আমরা গণপ্রতিরোধ গড়ে তুলে নস্যাৎ করে দিবো।’

আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। পাকিস্তান এখন অতীত ইস্যু। আপনারা চিন্তা ও বুদ্ধিতে এতই পশ্চাদপদ যে, আজও পাকিস্তানি জুজু দ্বারা আক্রান্ত হয়ে আছেন। ফলে পাকিস্তানি জুজুকে অতিক্রম করে সামনে এগোতে পারছেন না। বরং পাকিস্তান জুজুকে ছদ্মভাবে আপনারা ইসলামবিদ্বেষের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’

এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে জানিয়ে আজিজুল হক বলেন, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে। কোনো অপশক্তির হুমকি-ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পরোয়া করে না’, যোগ করেন আজিজুল হক ইসলামাবাদী।

আরএস/এফএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh