আরটিভি নিউজ
আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৯:৪৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত আটক

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, মোদির আগমনকে কেন্দ্র করে আলেম ওলামাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের আয়োজন করে। এসময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ব্যস্ততম সড়ক আটকে সেখানে সমাবেশ করছে। প্রথম দফা করা হলে বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে।
এসএস