• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে ভাইরাল মওদুদের ছবি

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২১, ১২:২০
ফেসবুকে ভাইরাল মওদুদের ছবি
ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গতকাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর মারা যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে।

নিজ এলাকার মানুষের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। তার মৃত্যুর পর কর্মীদের সঙ্গে কাটানো অন্তরঙ্গতার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন।

আরও পড়ুন...
মওদুদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

২০১৯ সালের ৭ জুন ঈদুল ফিতরের তৃতীয় দিনে গ্রামের বাড়িতে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়ির পুকুরে সাঁতার কাটেন ব্যারিস্টার মওদুদ। সেই ছবিই এখন তার মৃত্যুর পর এখন ভাইরাল হয়েছে।

সেদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকপুর গ্রামের নিজ বাড়ির পুকুরে দীর্ঘক্ষণ সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

প্রবীণ এই রাজনৈতিক নেতার মরদেহ বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় আনার চেষ্টা চলছে। সব কিছু ঠিক থাকলে জাতীয় সংসদে প্রথম জানাজা হবে। এরপর দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন...
বৃহস্পতিবার দেশে আসবে মওদুদের মরদেহ

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh