• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জিয়াউর রহমান কারও দয়ায় খেতাব পাননি: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮
Ziaur Rahman did not get the title at the mercy of anyone: Mirza Fakhrul
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান কারও দয়ায় খেতাব পাননি। মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের জন্য স্বাধীনতা পরবর্তী সরকার বীর উত্তম খেতাব দিয়েছিল তাঁকে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা কোনও দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পতি নয়। কে কার খেতাব কেড়ে নিল তাতে জনগণের কিছু যায় আসে না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা যুদ্ধে কার কি অবদান তার মর্যাদা দিতে হবে। বিএনপি কারও সম্মানে আঘাত হানে না।

ফখরুল বলেন, জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করছে, তারা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে না। স্বাধীনতার বিষয়ে কাউকে খাট করা বিএনপির উদ্দেশ্য নয়। ৭ মার্চের ভাষণকে খাটো করে দেখে না বিএনপি। তবে সে ভাষণেই যুদ্ধ হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করেছে সরকার। গণতন্ত্রহীনতা কি স্বাধীনতার চেতনা? কথা বলার স্বাধীনতা নেই। ডিজিটাল আইন করে কণ্ঠরোধ করা হচ্ছে। দেশকে কোনও পরিবারের একান্ত সম্পত্তিতে পরিণত করা যেন না হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
X
Fresh