• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে আওয়ামী লীগের  আল্টিমেটাম

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০
কুষ্টিয়া×আসামি×প্রয়োজন×চুনু×নেতা×নেতৃবৃন্দ×সভাপতি×বাঁচাতে×
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলন থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম ছানা।

সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন আসামিরা জাসদ দলের কর্মী সমর্থক হওয়ায় তাদেরকে বাঁচাতে দলের নেতারা প্রভাব বিস্তার করছে।

সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাই তানজিরার সঙ্গে কথা বলছিল। সময় আসামিরা এসে তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে যৌন নির্যাতন করে। ঘটনায় ওই স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন মো. তূর্যকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।

পরে এলাকাবাসী আন্দোলনে নামলে পুলিশ ২২ ফেব্রুয়ারি মামলা নথিভুক্ত করেন।

বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল মোবাইল ফোনে আরটিভি নিউজকে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়। আসামির পরিচয় সে আসামি। তাদেরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল দুর্নীতিতে অভিযুক্ত নেতা 
আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh