• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সবাইকে টিকা নিতে বললেন বিএনপি নেতা ফারুক

আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯
আবেদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ৮টায় তিনি টিকা নেন।

পরে জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সবাইকে টিকা নিতে আহ্বানও জানান তিনি। ফারুক আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত।

আরও পড়ুনঃ সরকার পতনের সাইরেন বাজছে: রিজভী

এর আগে গত ৮ ফেব্রুয়ারি টিকা নেন বেগম খালেদা জিয়ার আইনজীবী দলের যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।বৃহস্পতিবার পর্যন্ত ১৬ কোটির বাংলাদেশে টিকা দেয়া হয়ে গেছে সাড়ে ১৮ লাখের বেশি। শতকরা হিসাবে তা মোট জনসংখ্যার ১.১৫ শতাংশের মতো।

আরও পড়ুনঃ প্রথমে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী টিকা নিলে মানুষ ভরসা পাবে: বিএনপি

টিকা দেয়ার হারে ভারত থেকেও এগিয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার পর্যন্ত ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে টিকা দেয়া হয়েছে এক কোটি দুই লাখের কিছু কম মানুষকে। শতকরা হিসাবে তা ০.৭৫ শতাংশের মতো।

আরও পড়ুনঃ 'কীভাবে তারা ভোট ডাকাতি করেছে সারা বিশ্বকে দেখাতে চাই'

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় আইনজীবী নিহত
X
Fresh