• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থিতদের প্যানেল ঘোষণা

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২০
Supreme Court announces panel of BNP supporters at the bar
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২০২১ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ঘোষণা করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্যানেলের সভাপতি পদে এবং বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি নিউজকে বলেন, সোমবার রাতে আইনজীবী ফোরামের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সুপ্রিম কোর্ট বারে ১৪টি পদে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়। দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মার্চের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন হতে পারে।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh