• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১৮ নেতাকর্মীকে আটক

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৬
পুলিশ-বিএনপি সংঘর্ষ, ১৮ নেতাকর্মীকে আটক
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুনুর অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে একাধিক পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত বিএনপি নেতাকর্মী ও পুলিশ সদস্যদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সেখানে পাশেই অবস্থান করছিল। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh