• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ধ্যায় বিএনপির মশাল মিছিল, পুলিশের ধাওয়া

আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২
মশাল মিছিল

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিলের চেষ্টা করে বিএনপি। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দলীয় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলের নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীন। মিছিলটি পুরানা পল্টন থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে। পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হন। পুলিশ যুবদল নেতা শরীফসহ চারজনকে গ্রেপ্তার করে।

রুহুল কবির রিজভী বলেন, মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করার প্রস্তুতি নিচ্ছিল দলীয় নেতাকর্মীরা। এসময় পুলিশ মিছিলে হামলা করে ৫থেকে ৬ জনকে আহত করে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
‘রাজাকারদের মুক্তি দিয়েছেন জিয়া’
শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না জিয়াউর রহমানের
সরকার বেশি দিন থাকতে পারবে না : গয়েশ্বর
X
Fresh