• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

তৃতীয় ধাপের পৌর নির্বাচন: বিজয়ী হলেন যারা

আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২১, ১৯:০৮
তৃতীয় ধাপের পৌর নির্বাচন: ফলাফল
ফাইল ছবি

আজ শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে দেশের ৬২টি পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম আসতে শুরু করেছে। অধিকাংশ পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া ২১ হাজার ৮২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসরাঈল মিয়া পেয়েছেন ২০ হাজার ৯৫৪ ভোট।

নড়াইল

নড়াইল: নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯ হাজার ২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৮শত ৭১ ভোট ।

কালিয়া: কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৬ ভোট।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শেষ হয়েছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৯১ ভোট।

টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনী

ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নজরুল ইসলাম স্বপন মিয়াজি ৬৭ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আলাল উদ্দীন আলাল পেয়ছেন ১ হাজার ৫৬৫ ভোট ।

মৌলভীবাজার
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নৌকার প্রার্থী আলহাজ মামুন সরকার মিঠু ১৫,৫৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৭,৪১৩ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আতাউর রহমান পেয়েছেন ৩,৫২৮ ভোট।

বরগুনা
বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। ৯ হাজার ২৯৭ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন পেয়েছেন ৬ হাজার ৯০৩ ভোট। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার ও পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে পাথরঘাটা পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান খান পেয়েছেন ২ হাজার ২৩২ ভোট।

নওগাঁ
তৃতীয় ধাপে নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৯৮২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. আমিনুর রহমান পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) মাহববুর রহমান চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট।

নোয়াখালী
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই। খালেদ সাইফুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১০ হাজার ৯৯৫ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কে এম ওবায়েদ উল্যাহ ১৬ হাজার ৯ শত ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ২ হাজার ৮ শত ৫৫ ভোট।

বগুড়া
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) তৃতীয় বারের মতো মেয়র পদে ৩৯০২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন ২৯৩২ ভোট।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে এজিএম বাদশাহ মেয়র নির্বাচিত হয়েছেন।

যশোর
মণিরামপুর পৌরসভার মেয়র হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র এক হাজার ৭০০ ভোট। শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সহিদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

পিরোজপুর
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির (নৌকা) ৩ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে সাখোয়াত হোসেন শিল্পী। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ ৪ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন।

ভোলা
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। বোরহানউদ্দিনে ৭১০৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম। তার নিকটতম প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির। তিনি পেয়েছেন ৬৬৮ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম পেয়েছেন ২৪১ ভোট। অপরদিকে দৌলতখানে মোঃ জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি দলীয় প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৮৪০ ভোট। রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

বরিশাল
মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ কামাল উদ্দিন খান ১০১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন ২৪৪১ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জিয়াউদ্দিন সুজন পান ২৪২৮ ভোট।

গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি নারিকেল গাছ প্রতীকে ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ফারুক আহম্মেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজর ৪৯৪ ভোট এবং আওয়ামী লীগের মো. খন্দকার জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট।

নওগাঁ
নওগাঁ পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী (ধানের শীষ) নজমুল হক সনি এবং ধামইরহাট পৌরসভার দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আমিনুর রহমান।

নওগাঁ পৌরসভায় বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ২৯ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৪৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৩৫ ভোট। এছাড়াও ধামইরহাট পৌরসভায় দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রহমান (নৌকা) প্রতীকে ৭ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান চপল (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতিকে পেয়েছেন ৩৬৩ ভোট।

পাবনা
পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কায়ছার মোহাম্মদ শনিবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া
বগুড়ার ৫ পৌরসভার নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে শিবগঞ্জ পৌরসভায় পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের আনিছুর রহমান, গাবতলী পৌরসভায় বিএনপির সাইফুল ইসলাম, কাহালু পৌরসভায় বিএনপির আবদুল মান্নান এবং ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জামালপুর
জামালপুরের সরিষাবাড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিন পেয়েছে ২৭ হাজার ৪৯৯ ভোট আর বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন পেয়েছেন ৩ হাজার ৪৭১ ভোট। বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দিন বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ
গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম (নারিকেল গাছ) ৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি (নৌকা) পেয়েছেন ৭ হাজার ২৬৬ ভোট। সৈয়দ রফিকুল ইসলাম এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) ৯ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৯৬৯ ভোট।
ভালুকা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম ১৩ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলহাজ হাতেম খান পেয়েছেন ৪ হাজার ১০৯ ভোট। ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম মেয়র পদে টানা তিনবার বিজয়ী হয়ে হ্যাট্রিক করেছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর মেয়র নির্বাচিত হয়েছেন।

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বিতীয় বারের মতো জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ শহীদুল ইসলাম।

চাঁদপুর
হাজীগঞ্জে নৌকার প্রার্থী মাহবুব-উল-আলম লিপন আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। লিপন ২৩ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১ হাজার ৬৪৫ ভোট।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।
এসএস/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী পৌর নির্বাচনে পুনরায় জয় পেলেন মহিউদ্দিন 
X
Fresh