• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১২:২৯
Order of two cases against Saeed Khokon on 19 January
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলার আবেদনের বিষয়ে আগামী ১৯ জানুয়ারি আদালত আদেশ দেবেন।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এই দিন ধার্য করেন। গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়রকে আক্রমণ করে বক্তব্য দেন সাঈদ খোকন। ঐ বক্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান মেয়র।
এক মামলার বাদী কাজী আনিসুর রহমান এবং অন্য মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। আদালত মামলা গ্রহণের বিষয়ে আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) আদেশ দেবেন বলে জানান।

গত শনিবার হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মানববন্ধনে সংহতি জানিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অবৈধভাবে সুন্দরবন স্কয়ার মার্কেট ভাঙাসহ নানা অভিযোগ করেন।

পরে গতকাল সোমবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। ওইদিনই বিকেলে আইনজীবী মো. সারোয়ার আলম ও কাজী আনিসুর রহমান নামে দুজন বাদী হয়ে দুটি মামলা করেন।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সৃজিতের বিরুদ্ধে অভিনেত্রীকে বডি শেমিংয়ের অভিযোগ
X
Fresh