• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মওদুদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ১৮:০১
মওদুদ আহমদ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পেস মেকার স্থাপন করা হয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মোমিনুর রহমান সুজন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। স্যারের হৃদযন্ত্রের স্থায়ী পেস মেকার বসানো হয়েছে। বিকাল তিনটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, ‘স্যারের জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিট নেয়া হয়েছে’।

পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বলে জানান সুজন।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই যন্ত্র বসানো হয়।

গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের গঠন করার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সদস্য হচ্ছেন মওদুদ আহমদ। সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ দেশের পল্লী কবি জসীম উদ্দীনের মেয়ে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
যুবকের পেটে ১২ ইঞ্চি জীবন্ত মাছ, হতবাক চিকিৎসকরা
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
হাসপাতালের পথে খালেদা জিয়া
X
Fresh