• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগাম জামিন পেলেন বিএনপি’র ১৭৮ নেতাকর্মী 

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ১৩:৫১
178 BNP leaders and activists got bail in advance
হাইকোর্টে আগাম জামিন নিতে আসা বিএনপি’র ১৭৮ নেতাকর্মী

হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি’র ১৭৮ নেতাকর্মী। রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পল্টন, শাহবাগ, কলাবাগান, মতিঝিল এবং উত্তরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিলো। আজ বুধবার (৬ জানুয়ারি) এ বিষয়ে ৩৬টি আবেদনের শুনানী করেন বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ। শুনানী শেষে আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই জামিনের মেয়াদ থাকবে। এ সময় তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে। ১৭৮ জন আসামির মধ্যে যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন শামীম রবিউল আলম অন্যতম।

উল্লেখ্য, এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুর পর গত ১২ই নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছিলো।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh