রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৫:৩৫
এরশাদের জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে: বিদিশা

এরশাদের জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিদিশা এরশাদ। তিনি পার্টির দুর্গ বলে খ্যাত রংপুরে প্রতিষ্ঠাবার্ষিকী দায়সারা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামীতে তিনি এরিক এরশাদকে নিয়ে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে এক করতে সারাদেশে ভ্রমণের কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, এরশাদের ছেলে এরিক এরশাদ ও হুসাইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ।
জেবি