• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জুনের মধ্যে ২০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:১৭
20% people will get vaccine by June: Health Minister,
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আশা করছি জানুয়ারির শেষে না হলে ফেব্রুয়ারিতে তিন কোটি ভ্যাকসিনের ডোজ পাব। এই ভ্যাকসিন দিতে ছয়মাস লাগবে। জুনে কোভেক্সের ভ্যাকসিন আসবে। জনসংখ্যার ২০ ভাগ সেই ভ্যাকসিন পাবে।

রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ভ্যাকসিন ও ওষুধের ল্যাব পরিদর্শন করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে হু ভ্যাকসিনের ল্যাব অনুমোদন দেওয়া হয়েছে। করোনার যে ভ্যাকসিন আসবে তা এখানে পরীক্ষা করা হবে। এটা আন্তর্জাতিকমানের। করোনার ভ্যাকসিন কেনার অর্ডার পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখনই অক্সফোর্ডের ভ্যাকসিন হু’র অনুমোদন পাবে তখনই বাংলাদেশ সেটা পাবে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও চিকিৎসায় বাংলাদেশ যে ভালোভাবে কাজ করছে এর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ। এক্ষেত্রে আমরা আমেরিকা ও ভারতকেও পেছনে ফেলেছি। সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু নিয়ে প্রস্তুতির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh