• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৪৪
The miscreants vandalized the district BNP office in Kushtia
কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া শহরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার দিকে কার্যালয়ের ভেতরে ঢুকে ৮-৯টি চেয়ার ও একটি টেবিলে ভাঙচুর করে তারা।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সন্ধ্যার দিকে একদল যুবক মিছিল করে এসে বিএনপি অফিসে ভাঙচুর চালায়।

এসময়ই সৈয়দ মেহেদী আহমেদ রুমী অফিসে ছিলেন না। তিনি একটি শোক সভায় যোগ দিতে গিয়েছিলেন। টেলিফোনে খবর পেয়ে অফিসে এসে ভাংচুরের দৃশ্য দেখেন।

মেহেদী আহমেদ রুমী বলেন, অফিসের চেয়ার টেবিল এবং খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তবে মামলা করার ইচ্ছে নেই। কারণ পুলিশ বিএনপির মামলা নেয় না।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মামুনুর রশীদ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে উত্তাল রয়েছে জেলার রাজনীতি। এর মধ্যেই ঘটল বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
X
Fresh