• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে নাম না থাকায় কার্যালয়ে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১১:০২
Image of a fire in the office
কার্যালয়ে আগুনের চিত্র

সাত বছর পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এরই মাঝে পদ থেকে বঞ্চিত হওয়ার কারণে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন কমিটিতে নাম না থাকায়।

সোমবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

এর আগে ২০০৩ সালের ১১ সদস্যর আংশিক কমিটি ঘোষণা করা হয়ে ছিলো। এতে গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে গাজী

সিরাজ বুলুসহ ১০ জনেই নগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে আছে।

কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো.সিরাজ উল্লাহ।

এদিকে কমিটিতে পদ না পাওয়ায় কিছু নেতাকর্মী সোমবার রাতে নগর বিএনপির দলীয় কার্যালয়ে একটি টেবিল ও ব্যানারে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের কিছু নেতাকর্মী তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এসময় একটি টেবিল ও ব্যানার কার্যালয়ের বারান্দায় এনে আগুন ধরিয়ে দেয়। পার্শ্ববর্তী ভবনের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে জানতে চাইলে সৌরভ প্রিয় পাল বলেন, সিনিয়র-জুনিয়র না মানায় অসন্তোষ আছে। সহসা এ কমিটি ভেঙ্গে নিয়মিত ছাত্রদের সমন্বয়ে কমিটি করতে হবে।
এদিকে ঘোষিত কমিটির সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, কমিটিতে যেসব ত্যাগী নেতাকর্মী পদ পায়নি। তাদের বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh