চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ
৩০ নভেম্বর ২০২০, ১৬:৫৭
আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:০৮
আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:০৮
মামুনুল ওস্তাদ যুবলীগ মাঠে নামলে দৌড়াইয়া কূল পাবেন না: নিক্সন চৌধুরী

ফাইল ছবি
কোন দেশের টাকা খেয়েছেন। হঠাৎ করে চাঙা দিয়ে উঠছেন। ওইসব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। যুবলীগ নেতা শেখ পরশ ও নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে তাহলে ওস্তাদ দৌড়ায়ে কূল পাবেন না। তাই নেত্রীকে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের একটু বুঝে নেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে উদ্দেশ্য করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই রকম ধমক আর দিয়েন না। দালালি করেন অন্য দেশের। আমরা জানি ওই দালালদের কাছ থেকে মাল খেয়েছেন সেই মাল নিয়ে এখন লাফ দিয়ে উঠে পড়ছেন। চ্যালেঞ্জ করেন।