• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত’

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৭:২০
decision, necessary, ensure wearing, mask
আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ন্ত্রণে সরকার বরাবর জনগণকে মাস্ক পরতে পরামর্শ দিলেও দেশে এখনও কিছু মানুষ মাস্ক পরছেন না। মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কাদের বলেন, শীতের মৌসুমে করোনা বাড়ছে এরপরও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে অনীহা সৃষ্টি হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেবে সরকার। যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপাদত মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসছে না। ধর্ম মন্ত্রণালয় খালি থাকায় নতুন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
যেসব ওয়েবসাইটে ঢুকলে বিপদ নিশ্চিত
বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
অছাত্ররা হল না ছাড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
X
Fresh