• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১১ স্থানে বাসে আগুন: বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৫:০০
3 BNP activists arrested for setting fire to bus
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার

গত ১২ নভেম্বর পল্টনসহ ঢাকার বিভিন্ন স্থানে ১১টি গাড়ি পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পল্টন থানা এলাকার যুবদল নেতা মো. লিয়ন হক, কাজী রেজাউল হক বাবু ও মো. আজাদ। তাদের সবাইকে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ও সিসি ক্যামেরার সূত্র ধরে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে অরাজকতা তৈরি করতেই এ হামলাগুলো করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতৃস্থানীয়দের নির্দেশেই অরাজকতা, সহিংসতা সৃষ্টি করতে গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে স্বীকার করেছে। গাড়িতে আগুন দেয়ার মাস্টারমাইন্ডদেরও খুঁজে বের করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেয়া হয়েছে। এছাড়া পলাতক বাকি আসামিদের ধরতেও অভিযান চলমান রয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
X
Fresh