• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাস পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন নয়, এটা পূর্বপরিকল্পিত: ফখরুল

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২০, ১৪:১৮
বাস পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন নয়, এটা পূর্বপরিকল্পিত: ফখরুল
ফাইল ছবি

রাজধানীতে বাস পোড়ানো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেদের এজেন্ট নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়। কোনও নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্র এখন জনগণের জন্য নয়। দেশ এখন লুটেরাদের দখলে চলে গেছে। এখানে সংবাদপত্র, বিচার বিভাগের কোনও স্বাধীনতা নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের মতো করে চালানো হচ্ছে। সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসকসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য করে অধিকার আদায় করতে হবে। ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh