• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উপমন্ত্রীসহ ৬ সংসদ সদস্য করোনা আক্রান্ত

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২০, ২০:১৫
6 MPs including the Deputy Minister are not affected
উপমন্ত্রীসহ ৬ সংসদ সদস্য করোনা আক্রান্ত

জাতীয় সংসদের আরও ছয়জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সংসদ সদস্য দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন উপমন্ত্রী ও একজন সদ্য শপথ নেওয়া সংসদ সদস্য রয়েছেন।

গতকাল শনিবার (৭ নভেম্বর) তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন) উপলক্ষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গত ৬ নভেম্বর সংসদদের করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষা করে একদিন পর শনিবার রিপোর্ট দেওয়া হয়। এতে ছয়জন সংসদ সদস্যের করোনা পজিটিভ এসেছে।

করোনায় আক্রান্ত সংসদ সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, নুরুজ্জামান বিশ্বাস, মো. শহীদুজ্জামান সরকার, সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম। তাদের মধ্যে মো. শহীদুজ্জামান সরকার দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন৷

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়৷ আজ রোববার বিকেলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ আ.লীগকে বিজয়ী করেছে’
পদোন্নতি পেলেন একাদশের ৩ প্রতিমন্ত্রী-উপমন্ত্রী
নতুন মন্ত্রিসভায় ডাক পাননি যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী
X
Fresh