• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সবিরোধী ক্ষোভের সঙ্গে বিএনপির একাত্মতা (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২০, ১৪:০১
Mirza Fakhrul Islam Alamgir
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

মহানবী হযরত মোহাম্মদ (সা.)'র ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ফ্রান্স বিরোধী ইস্যুতে সারাবিশ্বে যে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।

রোববার (০১ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় নেতার ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে না বিএনপি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মির্জা ফখরুল বলেন, ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিক্রিয়ায় কোনো হত্যাকাণ্ডকেও সমর্থন করে না বিএনপি। ব্রিফিংয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের পর দেশের জনগণের গণদাবির পরও কোনো প্রতিক্রিয়া না দেখানোয় সরকারের সমালোচনা করেন তিনি।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল ওই সভায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বচন্দ্র রায়, ড. মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন:
বিএনপি অহেতুক আ.লীগের বিষোদগার করছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমকর্মীদের ওপরে চাপ সৃষ্টি শুরু হয়েছে: ফখরুল
ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে বিএনপি: কাদের

জিএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh