• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিজভীর অবস্থা আগের চেয়ে ভালো

আরটিভি নিউজ রিপোর্ট

  ১৫ অক্টোবর ২০২০, ১৭:০২
Rizvi's condition is better than before
সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নতির দিকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রিজভীর এনজিওগ্রাম করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, হার্টে একটি ব্লক ধরা পড়লেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। চার সপ্তাহ পর আবারও পরীক্ষা করতে হবে। এমনিতে সার্বিকভাবে সুস্থ আছেন রুহুল কবির রিজভী।

এদিকে রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার বলেছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।

তুষার আরও বলেন, রিজভীকে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তার খোঁজ নিচ্ছেন।

অন্যদিকে রিজভীর পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক কর্মসূচি শেষে বুকে ব্যথা অনুভব করেন রিজভী।

প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ/এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh