• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফখরুলের বাসায় ডিম ছুড়ে বহিষ্কার আরও ৫ নেতা

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১২:৩৭
Moment of protest (file photo)
প্রতিবাদের মুহূর্ত (ফাইল ছবি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ছুড়ে প্রতিবাদ করার ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে একই ঘটনায় জড়িত থাকার অপরাধে মহানগর উত্তর বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দিনগত রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম।

বহিষ্কৃতদের মধ্যে আছেন- উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. শরীফ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক কাজী ইমরান।

এছাড়া ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ খান থানা ছাত্রদল নেতা মো. হারুনুর রশীদ বাবু, আব্দুল আজিজ ও বিমানবন্দন থানা ছাত্রদল নেতা শাকিল আহমেদকে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ হতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১০ অক্টোবর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মহাসচিবের বাসা লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়েন। তারা যুবদল নেতা এসএম জাহাঙ্গীরকে ঢাকা-১৮ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানান।

ওইদিন রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
তরুণদের শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে : ফখরুল
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
জাবিতে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
X
Fresh