• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১৩:০১
A-League presidium, member Musharraf i, rtv news
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার সকালে মোশাররফ হোসেনের ব্যক্তিগত সচিব নুর খান জানিয়েছেন তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে জ্বর ছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে আর কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় মোশাররফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

নুর খান বলেন, ‘স্যারের (মোশাররফ) গেলো দুই দিন ধরে শরীরে সামান্য জ্বর আছে। বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি থেকে একটি টিম নগরীর নন্দনকাননে স্যারের বাসায় এসে নমুনা সংগ্রহ করে। রাত নয়টার দিকে বিআইটিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ। এরপর ডাক্তারের পরামর্শে পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে স্যারকে ভর্তি করা হয়েছে।’

মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার মোশাররফের বয়স এখন ৭৬ বছর। ১৯৭০ সালে তিনি প্রথম চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সাল ও ২০০৮ সালের নির্বাচন পরবর্তী মেয়াদে দুই দফায় তিনি আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
X
Fresh