• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধর্ষকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়: কাদের

আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৬:০৫
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ধর্ষণকরা যেন কোনো রাজনৈতিক দলে ঠাঁই না পায়, কোনো দল যেন তাদের আশ্রয়ের ঠিকানা না হয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সভা শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অপরাধী বা ধর্ষকের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদের চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীদের জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এসব অপরাধীর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি অভিযোগ করছে দেশে গণতন্ত্র নেই। আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে তারা যে ফ্রি-স্টাইলে বিষাদাগার করছেন, গণতন্ত্র না থাকলে তা কি করতে পারতেন? তাদের দলের কাউকে কি এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে।

আরও পড়ুনঃ

নোয়াখালীর ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে: ফখরুল

বৃহস্পতিবার দেশজুড়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করবে বিএনপি

তিনি আরও বলেন, দুর্নীতি ও অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর। যেখানে যা ঘটুক কোনোটির সরকার ছাড় দেয়নি। অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। দুর্নীতি ও অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার কোনো পিছুটান নেই।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh