• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে এখন দুর্নীতির মহামারি চলছে: নজরুল

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪
BNP standing committee member Nazrul Islam Khan
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বাংলাদেশে এখন শুধু একটা মহামারি চলছে না। শুধু কোভিড-১৯ মহামারি না, বাংলাদেশে দুর্নীতির মহামারি চলছে, বাংলাদেশ নারী নির্যাতনের মহামারি চলছে। এই মহামারি থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, জনগণকে রক্ষা করতে হবে।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, পেঁয়াজের দাম শ' খানেক টাকার কাছাকাছি। কোনো শাক-সবজি ৮০-৯০-১০০ টাকার নিচে পাওয়া যায় না। আমি গতকাল এক বাজারে মলা মাছের দাম করছি, বাতাসি মাছের দাম করছি- প্রায় ৭০০ টাকা কেজি। তাহলে সাধারণ গরিব মানুষ খাবে কী?

তিনি বলেন, এমনকি যারা চাকরি-বাকরি করেন, হালাল উপার্জন দিয়ে তারা চলবেন কী করে? ছেলে-মেয়েদের মুখে খাবার দেবেন কী করে? তাদের লেখাপড়ার খরচ চালাবেন কী দিয়ে? তাদের চিকিৎসা করাবেন কী দিয়ে? ভাবুন একবার।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে ধনী ৫ ভাগ মানুষ, তাদের আয় বেড়েছে শতকরা ৫৭ ভাগ। আর যারা সবচেয়ে গরিব সে রকম শতকরা ৫ ভাগের আয় কমেছে শতকরা ৫৯ ভাগ। এটা আমাদের কথা না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ।


এসজে/এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে কপালের টিপ সরিয়ে পরছেন তারা
পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের নামে লুট ও নারী নির্যাতনের মামলা
ফের আসছে করোনা
X
Fresh