• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১২-১৩ অক্টোবর ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০
BIWTA
ছবি: সংগৃহীত

ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকায় বিআইডব্লিউটিএ’র অভিযানে ক্ষতিগ্রস্থ ট্রাক মালিকদের ক্ষতিপূরণসহ ৯ দফা দাবিতে আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ধর্মঘট পালন করবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

এই কর্মসূচির প্রতি একাত্বতা প্রকাশে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপে সভা হয়।

জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক মনসুর আলী দানার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো: তাজুল ইসলাম, গাজীপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী শেখ মো: মহসীন।

সভায় সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ ও বিশ্রামাগার নির্মাণ, সড়ক পরিবহন আইন-২০১৮’র সংশোধনী বাস্তবায়ন, যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার, সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি এবং সন্ত্রাসীদের চাঁদাবাজী বন্ধের দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আরও ব্যাপক আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

সভায় সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত সেতুতে টোল বাতিলেরও জোর দাবি জানানো হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
ব্রাহ্মণবাড়িয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
X
Fresh