• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মন্টুদের বৈধতা নিয়ে পাল্টা বক্তব্য দিলেন ডা. কামাল

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩
ড কামাল হোসেন
ড কামাল হোসেন

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ নেতাদের একাংশের বর্ধিত সভার বৈধতা নেই বলে দাবি করেছেন দলটির সভাপতি ড কামাল হোসেন। তিনি বলেন, ওদের কোনো সাংগঠনিক ক্ষমতা এবং বৈধতা নেই এই ধরনের মিটিং করার। এই মিটিংয়ের সাথে আমাদের দল গণফোরামের কোনো সম্পর্ক নেই্।

আজ শনিবার গণমাধ্যমকর্মীদের এমনটা জানিয়েছেন তিনি।

ড কামাল হোসেন বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমাদের দলের কোনো সিদ্ধান্ত না। যেহেতু এটি আমাদের দলের বিষয় না সেজন্য এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, তারা কায়দা-কৌশল করে বিভিন্ন কথা বলছে। আমাকে দলে রাখতে চাইছে, এমন কথাও বলেছে। এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বরং তারাই দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

আরও পড়ুন : অ্যাটর্নি জেনারেল ভেন্টিলেশন সাপোর্টে

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh