• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গণফোরাম থেকে ৪ নেতা বহিষ্কার, ড. কামাল থাকবেন কিনা সিদ্ধান্ত কাউন্সিলে

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০
Mostofa Mohsin Montu
মোস্তফা মহসিন মন্টু

গণফোরাম থেকে দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, কেন্দ্রীয় নেতা মহসীন রশিদ, আহমেদ শফিকুল্লাহ ও মুসতাক আহমদকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে রাখা হবে কি না সে বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গণফোরামের একাংশের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সভা শেষে এ সংবাদ সম্মেলন করেন গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সম্পন্ন করার জন্য ২০১ সদস্যের প্রস্তুতি কমিটি করা হয়েছে।’

মোস্তফা মহসিন এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেন সংবিধান প্রণেতা। তাকে আমরা সম্মান করি। তবে দলের নেতৃত্বে তিনি থাকবেন কি থাকবেন না নেতাকর্মীরা চূড়ান্ত করবেন।’

মোস্তফা মহসিন মন্টু এ সময় দাবি করেন ড. কামাল হোসেন স্মৃতিবিভ্রমে ভুগছেন। তার কথাবার্তায় এমনটি মনে হয় বলে জানান গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ড. কামাল হোসেনকে একটি অশুভ শক্তি ঘিরে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্টু আরও বলেন, ‘গণফোরামে যারা স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী তাদের বহিষ্কার প্রস্তাব তোলা হবে। অতীতে যে ভুলভ্রান্তি ছিল তা জলাঞ্জলি দিয়ে গণতন্ত্রের স্বার্থে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে দেশে বিপর্যয় আসবে।’

এসজে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh