• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চার আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২৯ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:১২
29 candidates are expected to be nominated by BNP in the by-elections of four seats
বিএনপির সিনিয়র যুগ্ম-মহসচিব রুহুল কবির রিজভী উপ-নির্বাচনে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে শূন্য হওয়া চার আসনের উপ-নির্বাচনে ধানের শীষের জন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ২৯ জন। শুক্রবার সন্ধ্যায় বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ৪টি উপ-নির্বাচনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শনিবার বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড তাদের সাক্ষাৎকার নেবেন।’

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ঢাকা-৫ আসনে আলহাজ সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু।

ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন ও আব্বাস উদ্দিন।

নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক।

সিরাজগঞ্জ-১ আসনে টিএম তাহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান, সেলিম রেজা ও রুমানা মাহমুদ কনকচাঁপা।

চার আসনে উপ-নির্বাচনে মনোনয়নে প্রত্যাশীরা ১০ হাজার টাকা মূল্যমানের ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকার জামানতসহ জমা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।

উল্লেখ্য, আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে’
সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে : মির্জা ফখরুল
‘সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে’
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
X
Fresh