• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উপনির্বাচনে মনোনয়ন পেতে নেতাকর্মীদের নিয়ে নাজমা আক্তারের অবস্থান

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে মনোনয়ন পেতে নেতাকর্মীদের নিয়ে নাজমা আক্তারের অবস্থান
ছবি: সংগৃহীত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেতে নেতাকর্মীদের নিয়ে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী নাজমা আক্তার।

জানা যায়, রোববার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার পর পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮সহ বাকি চারটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
এর মধ্যেই ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন বলে আজ মঙ্গলবার গুঞ্জন উঠলে নাজমা আক্তার নেতাকর্মীদের নিয়ে সভানেত্রীর কার্যালয়ে অবস্থান নেন।

নাজমা আক্তার গণমাধ্যমকে জানান, তিনি আজ বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। উনার সঙ্গে দেখা করে মনোনয়নের ব্যাখ্যা চাইতে গিয়েছিল যুব মহিলা লীগের নেত্রীরা তবে ওবায়দুল কাদের সঙ্গে দেখা করা যায়নি।

উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পাঁচটি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৪১ জনের মধ্য ঢাকা-১৮ আসন থেকে যুব মহিলা লীগের সভাপতি নাজমাসহ ৫৬ জন মনোনয়ন কিনেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
নারায়ণগঞ্জে ইউপি উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, যুবক নিহত
X
Fresh