• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সরকার চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে: রিজভী

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২০, ১৩:৫৯
The government is deliberately destroying the leather industry: Rizvi
রুহুল কবির রিজভী

অন্য কোনো দেশের চামড়া শিল্পের উন্নতির জন্য নিজ দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে কুড়িগ্রামে তার নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যে সরকার দিনের বেলা ভোট করতে ভয় পেয়ে রাতের বেলা ভোট করে, সে সরকার মানুষের কল্যাণে কাজ করবে না সেটাই স্বাভাবিক। সরকার পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করছে। এর উদ্দেশ্য হলো অন্য কোনো দেশকে চামড়া শিল্প বিকাশ সাধনের জন্য দেশের চামড়া শিল্পকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, কোরবানির চামড়া নিয়ে তেলেসমাতি কাণ্ড দেখছি আমরা। কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এই সরকার গরীব অসহায় এতিমদের পিষে মারছে। সরকার ট্যানারি মালিকদের কোনও রকম সহযোগিতা করেনি।

তিনি বলেন, মানুষ চামড়া বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দিচ্ছে, মাটির নিচে পুঁতে রাখছে। প্রতি বছর কোরবানির পশুর চামড়া বিক্রি করে গরিব এতিমদের খরচ জোগানো হতো। এবার তা হয়নি। গরিব অসহায়দের বঞ্চিত করা হয়েছে ‌। তাদের হক আদায় করা হয়নি। সরকারের গণবিরোধী নীতির কারণেই চামড়া শিল্প ধ্বংস হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh