• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোনো দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না: প্রাণিসম্পদমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২০, ১৮:৪২
Fisheries and Livestock Minister Sham Rezaul Karim
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (ফাইল ছবি)

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, করোনার এই ক্রান্তিকালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সুবল বোস মনি ও শ্যামলচন্দ্র কর্মকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সতর্কতা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম কাঙ্ক্ষিত নয়। কোনোভাবেই তা বরদাশত করা হবে না। আইন অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। কর্তব্য পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শনে কোনো অনিয়ম পেলে সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে সামগ্রিক চিত্র তুলে আনতে হবে।

--------------------------------------------------------------
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: কাদের
--------------------------------------------------------------

মন্ত্রী আরো বলেন, করোনাকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গতি দৃশ্যমান ছিল। এর মধ্যে আপনারা ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন, কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করেছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা সঙ্গে কাজ করেছেন, এটা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। করোনা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারি, উৎপাদক ও বিপণনকারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি যে কোনো মূল্যে পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে।’


পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চিকিৎসায় গাফিলতি বরদাশত করা হবে না’
যারা ঋণ দিয়ে সুদ নিচ্ছে, তারাই আবার নোবেল পাচ্ছে :  প্রাণিসম্পদ মন্ত্রী
‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে হবে’
মধ্যস্বত্বভোগীদের জিহ্বা টেনে ধরতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
X
Fresh