• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে: ফখরুল

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ১৭:০১
health, BNP,
ফাইল ছবি

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না।বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে শাইনপুকুর অ্যাপার্টমেন্টে সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় গিয়ে তার পরিবারকে সমবেদনা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাবুর এভাবে মৃত্যু আরেকটা সত্য উদঘাটিত করেছে যে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। এখানের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে মানুষ আস্থা রাখতে পারে না। বাবুর অসুস্থতা ও তার চলে যাওয়া এটাই প্রমাণ করে।

তিনি বলেন, অনেকেই অভিযোগ করেন বাংলাদেশের মানুষ দেশের বাইরে চিকিৎসা করতে যায় কেন? এ জন্যই যায় যে, দেশে সঠিক ডায়াগনোসিস করা সম্ভব হয় না। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই রোগীদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়।

মির্জা ফখরুল আরও বলেন, বাবুর মতো জনপ্রিয়, রাজনৈতিক নেতা এভাবে চলে যাবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তার অল্প সময়ের জীবনে বর্ণাঢ্য ক্যারিয়ার। শুধু বিএনপির জন্য নয়, দেশের মানুষের জন্য তার প্রয়োজন ছিল।

আরও পড়ুন : করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে: কাদের

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
স্মার্টফোনের মাধ্যমে জনগণের ওপর নজরদারি করছে সরকার : ফখরুল
X
Fresh