• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চীনে মোবাইল ফোন ব্যবহারে ফেস স্ক্যান বাধ্যতামূলক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮
চীনে মোবাইল ফোন ব্যবহারে ফেস স্ক্যান বাধ্যতামূলক

চীনে মোবাইল ফোন ব্যবহারকারীদের নতুন মোবাইল ফোন সংযোগ নেয়ার সময় ফেস স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দেশটিতে মোবাইল ফোন ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই বিধিমালাটি সেপ্টেম্বরে ঘোষণা করা হলেও এটি কার্যকর হওয়া শুরু হয়েছে রোববার থেকে।সরকার বলেছে, তারা সাইবারস্পেসের নাগরিকদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করতে চায়।

তবে এর আগেও চীন তাদের জনসংখ্যা গণনার জন্য এই ফেস স্ক্যান প্রযুক্তি ব্যবহার করেছিল।

চীনে আগে নতুন মোবাইল বা মোবাইল ডেটা চুক্তিতে সাইন আপ করার সময়, ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হতো এবং তাদের ছবি তুলতে হতো।

তবে বর্তমান নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এর পাশাপাশি ব্যবহারকারীদের ফেস স্ক্যান করাতে হবে।

চীন সরকার কয়েক বছর ধরে এ নিয়ম প্রয়োগের চেষ্টা করে আসছে যাতে ইন্টারনেট ব্যবহার করা প্রত্যেকে তাদের আসল নাম-পরিচয় সরকারের অধীনে রাখে।

তবে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের মধ্যে বিরুপ প্রভাব দেখা গেছে। অনেকেই বলছেন, এমন নিয়ম কানুনের ফলে জনসাধারণের উপর সরকারের নজরদারী আরও কঠোরভাবে বৃদ্ধি করা হয়েছে।

আবার অনেকে বলছেন, এই নিয়মটি জনগণের সম্মতি ছাড়াই কার্যকর করা হচ্ছে। তবে চীন সরকার কারও কথায় কান না দিয়ে এই নিয়ম কার্যকরে সিদ্ধান্ত নিয়েছে।

এমএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারানো ১০৯ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ
সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন : নৌপরিবহন প্রতিমন্ত্রী
রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্কের ঘোষণা চীনের
একদিনে ৭ জনের শিরশ্ছেদ করল সৌদি 
X
Fresh