• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেব্রুয়ারিতে আসছে স্যামসাং এর নতুন গ্যালাক্সি ফোল্ড-2

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫০
ফেব্রুয়ারিতে আসছে স্যামসাং এর নতুন “গ্যালাক্সি ফোল্ড-২”
ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং বাজারে তাদের আরেকটি ফোল্ডেবল স্মার্টফোন “গ্যালাক্সি ফোল্ড-2” নিয়ে আসছে। আশা করা যাচ্ছে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনার এমডাব্লিউসিতে তারা তাদের এ ফোনটি চালু করবে।

স্যামসাং প্রাথমিকভাবে বলছে তারা তাদের এই ফোনটির দাম ১ হাজার ডলার নির্ধারণ করবে।

বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি ফোল্ড ফোনটির দাম ২হাজার ডলারের কাছাকাছি। এতো দামের কারণে অনেকের কাছেই এটি ক্রয় সীমার বাইরে চলে যায় এবং খুব কম সংখ্যক মানুষ এটি ক্রয় করতে সংকোচ প্রকাশ করে।

বাজারে থাকা বর্তমান গ্যালাক্সি ফোল্ড এর ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি। সংস্থাটি চিন্তা করছে তারা তাদের নতুন “গ্যালাক্সি ফোল্ড-২” তে ইন্টারনাল স্টোরেজ কমিয়ে এনে অর্থাৎ ২৫৬ জিবি করে তাদের ফোনের দাম কমিয়ে আনবে।

এতে করে সংস্থাটি আশা করছে, তাদের নতুন “গ্যালাক্সি ফোল্ড-2” কিনতে ক্রেতাদের আগ্রহ বাড়বে।

আরো পড়ুন

এমএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
গীতিকার শিনসাডংয়ের মরদেহ উদ্ধার
৪৩ হাজার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া, আবেদন যেভাবে
X
Fresh