• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হুয়ায়েই ম্যাট-৩০, স্মার্টফোনের রাজা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৪
হুয়ায়েই ম্যাট-৩০, স্মার্টফোনের রাজা
ফাইল ছবি

হুয়ায়েই ম্যাট-৩০, স্মার্টফোনের রাজা বলে দাবী করা ফোনটি ইতিমধ্যেই আরব দুনিয়ায় বেশ ভালো সারা ফেলেছে। ডিসেম্বর এর ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ফোন সেট সাধারণ মানুষ কিনতে পারবে।

এই ফোনের ডিসপ্লে ভার্সনগুলো ইতিমধ্যেই হুয়ায়েই এর অফিসিয়াল স্টোরগুলোতে সবার দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এই ফোনে অন্য ফোনের মত গুগলের পরিসেবাগুলো থাকছে না। তবে গুগলের পরিবর্তে থাকবে হুয়ায়েই অ্যাপ গ্যালারি যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন।

এই ফোন সেটটিতে ব্যবহার করা হয়েছে হুয়ায়েই কিরিন ৯৯০ চিপসেট। এটি ব্যাবহারকারীদের ফোন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা প্রদান করবে, ফোনের শক্তি বৃদ্ধি করবে এবং ফোনে ছবি তোলার দক্ষতা আরও বৃদ্ধি করবে।

হুয়ায়েই ম্যাট-৩০ তে রয়েছে ৪০ মেগা পিক্সেল ক্যামেরা, ৪০ মেগা পিক্সেল সুপার সেন্সিং ক্যামেরা, ৮মেগা পিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 3D ডেপথ সেন্সিং ক্যামেরা।

হুয়ায়েই ম্যাট-৩০ তে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি ওয়্যারলেস হুয়ায়েই সুপারচার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ এই ফোনটি দুইটি রঙে পাওয়া যাবে। যা কালো এবং সিলভার।

সংযুক্ত আরব আমিরাতে এই স্মার্টফোনটির দাম ধার্য করা হয়েছে ৩৫৯৯ রিয়েল।

এমএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh