• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক ও ইনস্টাগ্রামকে ছাড়িয়ে গেছে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৪০
ফেসবুক, টিকটক
ভারতের গণমাধ্যম জিনিউজ

ডাউনলোডের দিক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে ছাড়িয়ে গেছে চীনের ভিডিও মেকিং অ্যাপ টিকটক। খবর ভারতের গণমাধ্যম জিনিউজের।

চলতি বছরে তৃতীয় কোয়ার্টারে প্রায় ৬০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপ। অন্যদিকে তুলনামূলকভাবে ৫০.২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে ফেসবুক অ্যাপ।

গত তিন বছরে ধারাবাহিকভাবে বেড়েছে টিকটকের ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাপসের তালিকায় শীর্ষে অবস্থান করছে টিকটক। ফেসবুক দ্বিতীয় এবং ইনস্টাগ্রাম তৃতীয় অবস্থানে আছে।

ভারতীয় গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, আপাতত ভারতে টিকটকের বেশির ভাগ ভিডিও হয় নাচ, গান ও কৌতুকধর্মী। এটি বন্ধ করার উদ্যোগ নিয়েছে টিকটকের প্রস্তুতকারীরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: জয় (ভিডিও)
---------------------------------------------------------------

আরও বলা হয়, রান্না, হাতের কাজ ও খেলাসহ বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে ব্যবহারকারীদের উত্সাহ দিতে চাইছে সংস্থাটি। এই লক্ষ্যে ভারতের বিভিন্ন শহরে ওয়ার্কশপ করার পরিকল্পনাও করছে তারা।

সংস্থাটির এক কর্মকর্তার মতে, ভারতে প্রায় ১২ কোটি ভারতীয় টিকটক ব্যবহার করেন। এই ব্যবহারকারীদের বেশির ভাগই ছোট শহরের বাসিন্দা। তাই বিজ্ঞাপন দিতে একাধিক বহুজাতিক সংস্থা আগ্রহী হবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh