logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

অ্যাপলের সার্ভার হ্যাক করলো অস্ট্রেলিয়ান কিশোর

আরটিভি অনলাইন ডেস্ক
|  ১৮ আগস্ট ২০১৮, ১৪:২৫ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৫:০২
ছবিটি প্রতীকী
অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ১৬ বছর বয়সী কিশোর যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার জায়ান্ট অ্যাপলের মেইনফ্রেইম সার্ভার হ্যাক করে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।  

whirpool
প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের শহরতলিতে বসবাস করা ওই কিশোর নিজ বাড়ি থেকেই এই হ্যাকিংয়ের কাজটি করে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানায়, এই কিশোর হ্যাক করে অ্যাপলের প্রধান কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে ৯০ গিগাবাইট পরিমাণ অ্যাপলের অভ্যন্তরীণ এবং গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়।

সংবাদটি প্রকাশের পর গেলো শুক্রবার অ্যাপল কোনও ধরনের গ্রাহকের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করে। অ্যাপলের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনার সময় কোনও গ্রাহকের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়নি।
-------------------------------------------------------
আরও পড়ুন : ইন্টারনেটের গতি না পেলে অভিযোগে ব্যবস্থা নেবে বিটিআরসি
-------------------------------------------------------

হ্যাকিংয়ের এই ঘটনার পর অ্যাপল মার্কিন গোয়েন্দা এফবিআইকে জানায়। এফবিআই তখন ব্যাপারটি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের নজরে আনে। পরে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কিশোরের বাড়িতে ঝটিকা অভিযান চালিয়ে হ্যাকিংয়ের কাজে জড়িত দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং একটি হার্ডড্রাইভ উদ্ধার করে। হার্ডড্রাইভে অ্যাপলের সার্ভার থেকে হাতিয়ে নেয়া স্পর্শকাতর ডকুমন্টেগুলো ‘হ্যাকি হ্যাক হ্যাক’ নামক একটি ফোল্ডারে পাওয়া যায়।

আদালতে মামলার চূড়ান্ত রায় হবে চলতি বছরের ২০ সেপ্টেম্বর।
 

কেএইচ/এসআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়