• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অ্যাপলের সার্ভার হ্যাক করলো অস্ট্রেলিয়ান কিশোর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৮, ১৪:২৫
ছবিটি প্রতীকী

অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ১৬ বছর বয়সী কিশোর যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার জায়ান্ট অ্যাপলের মেইনফ্রেইম সার্ভার হ্যাক করে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের শহরতলিতে বসবাস করা ওই কিশোর নিজ বাড়ি থেকেই এই হ্যাকিংয়ের কাজটি করে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানায়, এই কিশোর হ্যাক করে অ্যাপলের প্রধান কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে ৯০ গিগাবাইট পরিমাণ অ্যাপলের অভ্যন্তরীণ এবং গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়।

সংবাদটি প্রকাশের পর গেলো শুক্রবার অ্যাপল কোনও ধরনের গ্রাহকের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করে। অ্যাপলের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, আমরা নিশ্চিত করতে চাই এই ঘটনার সময় কোনও গ্রাহকের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়নি।
-------------------------------------------------------
আরও পড়ুন : ইন্টারনেটের গতি না পেলে অভিযোগে ব্যবস্থা নেবে বিটিআরসি
-------------------------------------------------------