• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে উৎক্ষেপণ হলো বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ মে ২০১৮, ০৯:১৭

অবশেষে বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হওয়ার অনন্য কীর্তি স্থাপন করলো। ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের মাধ্যমে এ কীর্তির মুখ দেখলো বাংলাদেশ।

ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণের প্রথম সফল উৎক্ষেপণ এটি। উৎক্ষেপণের দেড় মিনিটের মাথায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটিকে বহনকারী রকেট ফ্যালকন-৯ ম্যাক্স কিউ অতিক্রম করে। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে রকেটের স্টেজ-১ খুলে যায়। কাজ শুরু করে স্টেজ-২। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসে স্টেজ-১ এবং নেমে আসে আটলান্টিকে ভাসমান ড্রোন শিপে। ফ্যালকন-৯ এর স্টেজ-২ ২টা ৪৭ মিনিটে পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে। মহাশূন্যে ভাসতে থাকে বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট।

এরপর বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র, ইতালি ও দক্ষিণ কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন। মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে নিজস্ব অরবিটাল স্লটে জায়গা করে নিতে ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে।

তবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নেয়ার জন্য আরও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মহাকাশ জয় করলো বাংলাদেশ
--------------------------------------------------------

জানা গেছে, উৎক্ষেপণের দুটি ধাপ রয়েছে, প্রথম ধাপটি হল লঞ্চ অ্যান্ড আরলি অরবিট ফেইজ (এলইওপি) এবং দ্বিতীয় ধাপ হচ্ছে স্যাটেলাইট ইন অরবিট। এলইওপি ধাপে ১০ দিন এবং পরের ধাপে ২০ দিন লাগবে। এ হিসেবে নিয়ন্ত্রণে আসতে লাগবে প্রায় এক মাস।

স্পেসএক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে কীভাবে ফ্যালকন ৯ এর মহাকাশ যাত্রা শুরু হলো সে সম্পর্কে জানায়। এর ধাপগুলো হলো-

১) শুরুতেই স্পেসএক্স লঞ্চ ডাইরেক্টর রকেটের প্রোপেলেন্টকে লোড করতে বলে।

২) তারপর রকেটটিতে রকেট গ্রেড কেরোসিন ভরা হয়।

৩) এরপর প্রথম ধাপের জন্য তরল অক্সিজেন ভরা হয়।

৪) এরপরই দ্বিতীয় ধাপের জন্য তরল অক্সিজেন ভরা হয়।

৫) তারপরই ফ্যালকন ৯ এর ইঞ্জিনকে লঞ্চের জন্য প্রস্তুত করা হয়।

৬) তারপর ফ্লাইট কম্পিউটার চূড়ান্ত প্রি-লঞ্চ চেক করার জন্য নির্দেশ দেয়।

৭) প্রোপেলেন্ট ট্যাংকের প্রেসারাইজেশন শুরু হয়।

৮) তারপর স্পেসএক্স লঞ্চ ডাইরেক্টর লঞ্চের জন্য গ্রীন সিগনাল দেয়।

৯) এরপর ইঞ্জিন কন্ট্রোলার ইঞ্জিনের ইগনিশন চালু করে।

১০) তারপরই ফ্যালকন ৯ উপরে উঠা শুরু হয়।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৭ মিনিটে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। শুরু হয়ে গিয়েছিল চূড়ান্ত ক্ষণগণনা। প্রথম দুই মিনিট কাউন্টডাউনও হলো। কিন্তু শেষ মিনিটে এসেই থমকে গেল সেকেন্ডের কাঁটা। রকেটের যাত্রা (স্টার্টআপ মোড) শুরু হওয়ার সময়েই তা বন্ধ হয়ে গেল। জানানো হলো, ওই দিন আর উড়ছে না বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। পরে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয় তখন।

আরও পড়ুন :

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
বড় পরিবর্তনের হাওয়া, সড়কে টোল কাটবে স্যাটেলাইট
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
সাত দিন বিঘ্ন হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম
X
Fresh